বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন তুষার
প্রকাশিত : ১৯:১৪, ১৭ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৯:২৫, ১৭ এপ্রিল ২০২৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান হোসেন তুষার। আবু নাঈম সোহাগকে ফিফা দুই নিষিদ্ধ ঘোষণা করায় তার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
তুষার এর আগে বাফুফের প্রটোকল ম্যানেজার ছিলেন। আগামী তিন মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকালে বাফুফে ভবনে এক জরুরি বৈঠকে বসে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা।
সভায় সদস্যদের সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরানকে নিযুক্ত করেছে বাফুফে।
এসএ/