ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২৩ এপ্রিল ২০২৩

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষ ২-০ গোলের জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে শুরুর দিকে কিছুটা ছন্নছাড়া খেলে লস-ব্লাঙ্কোরা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় তারা। 

প্রথমার্ধের শেষেদিকে দলকে লিড এনে দেন মার্কো অ্যাসেনসিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ূস জুনিয়রের বাড়ানো বলে স্কোরশিটে নাম তোলেন তিনি। 

দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যাসেনসিওর সহায়তায় ব্যবধান বাড়ান মিলিতাও। কর্নার থেকে পাওয়া বল লাফিয়ে হেডে জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এই মৌসুমে লিগে মিলিতাও’র পঞ্চম গোল এটি।

বাকি সময় আর কোনো গোল হয়নি। 

এ জয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

আজ রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি