ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মাহরেজের হ্যাটট্রিকে ফাইনালে ম্যানসিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ২৩ এপ্রিল ২০২৩ | আপডেট: ১০:১১, ২৩ এপ্রিল ২০২৩

প্রথম একাদশে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করলেন রিয়াদ মাহরেজ। আর আলজেরিয়ান এই তারকার ঝলকেই শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি।

ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সিটিজেনরা। একের পর এক সুযোপ পেলেও গোল মিসের মহড়ায় লিড পেতে প্রথমার্ধ্বের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় ম্যানসিটিকে। 

৪৩ মিনিটে ডি বক্সের ভেতরে বের্নাদো সিলভাকে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল হয়নি মাহরেজের। 

৬১ মিনিটে আবারও সিটিকে এগিয়ে নেন মাহরেজ। মাঝমাঠে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিখুঁত নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি।

পাঁচ মিনিট পর জ্যাক গ্রিলিসের বাড়ানো বলে হ্যাটট্রিক তুলে নেন এই আলজেরিয়ান ফরোয়ার্ড। ১৯৫৮ সালের পর এফএ কাপের সেমিফাইনালে এই প্রথম কেউ হ্যাটট্রিক করলেন।

এই জয়ে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে গার্দিওয়ালার দল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি