ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গোলবঞ্চিত রোনালদো, সেমিফাইনালে বিদায় আল-নাসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ২৫ এপ্রিল ২০২৩

সৌদিতে আবারও গোলবঞ্চিত ক্রিশ্চিয়ানো রোনালদো। এরফলে আল ভেহদার কাছে হেরে সৌদি কিংস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো তার দল আল নাসর।

প্রো-লিগে দুটি ম্যাচের পর কিংস কাপে আল ভেহদার বিপক্ষেও জালের দেখা পায়নি রোনালদোর কোনো শট। আর এই তিন ম্যাচেই জয়হীন আল নাসর। 

গত ম্যাচে আল হিলালের কাছে হেরে প্রো-লিগে শিরোপা থেকে অনেকটা দূরে সরে যায় রোনারদোর দল। এই ম্যাচে আল ভেহদার গোলমুখে ২৪টি শট নিয়েছে আল নাসর। তবে জালে আটকায়নি একটিও।

বিপরিতে মাত্র ৬ শটেই গোলের দেখা পেয়েছে ভেহদা। ২৪ মিনিটে একমাত্র গোলটি করেন ফরাসি স্ট্রাইকার জন-ডেভিদ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি