টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের দল ঘোষণা
প্রকাশিত : ১৪:০৪, ২৫ এপ্রিল ২০২৩
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন আজিঙ্কা রাহানে। ২০২২ সালের জানুয়ারিতে সর্বশেষ লাল বলের ক্রিকেট খেলেছিলেন তিনি।
ইনজুরিতে পরা শ্রেয়াস আয়ারের জায়গায় দলভুক্ত হয়েছেন এই ডানহাতি ব্যাটার। এবারও ফিরতে পারেননি সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। তার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার জয়দেব উদানকাত।
জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব।
১৫ সদস্যের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওভালে ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত।
এএইচ