সাকিবকে ছাড়াই টাইগারদের অনুশীলন শুরু হচ্ছে আজ
প্রকাশিত : ০৮:৪২, ২৭ এপ্রিল ২০২৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি নিয়েই পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাবার কারণে আয়ারল্যান্ড বিপক্ষে আসন্ন সিরিজে জাতীয় দলের তিনদিনের অনুশীলন ক্যাম্পে থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার সন্ধ্যার ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। তিন দিনের অনুশীলন সেশন শেষে ২৯ এপ্রিল ঢাকায় ফিরবে তারা।
দলীয় সূত্র বলছে, সাকিবকে ছাড়া দলের সকলেই অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন।
পহেলা মে যুক্তরাজ্যের ফ্লাইটে উঠবে জাতীয় দল। আইসিসি সুপার লিগের অংশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি লন্ডনে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব। পারিবারিক কারণে আইপিএল বাদ দিলেও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাকিব। পরবর্তীতে মাগুরায় নিজ গ্রামের বাড়িতে ঈদুল ফিতরের সময় কাটিয়েছেন তিনি।
এই সিরিজটি আয়ারল্যান্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অর্ন্তভুক্ত এই তিন ম্যাচ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেই দক্ষিণ আফ্রিকার আশা ভঙ্গ করে এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে আয়ারল্যান্ড।
এএইচ