পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান
প্রকাশিত : ১০:২৪, ২০ মে ২০২৩ | আপডেট: ১০:২৫, ২০ মে ২০২৩
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান রয়েলস। এই হারে এবারের আসর থেকে পাঞ্জাবের বিদায়ও নিশ্চিত হয়েছে।
ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে পাঞ্জাব। জবাবে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় রাজস্থান
প্রথমে ব্যাট করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন স্যাম ক্যারেন। এছাড়া জিতেশ শর্মা ৪৪ আর ২৩ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন শাহরুখ খান।
রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাভদ্বীপ শাইনি।
জবাবে, জয়সওয়াল ও পাডিকালের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। জয়সওয়াল ৫০ ও পাডিকাল করেন ৫১ রান। এছাড়া শিমরন হেটমায়ার ৪৬ আর ১২ বলে ২০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন রায়ান পরাগ।
জয়ের প্রয়োজন ছিল দু’দলেরই। সমীকরণটা ছিল- শুধু জয় নয়, জয়ের ব্যবধানটাও হতে হবে বড়। তবে বড় জয় না পেলেও রাজস্থানের আশা এখনও টিকে আছে।
এই জয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকা রাজস্থানের পয়েন্ট ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা মুম্বাইকে তারা টপকে গেছে। এখন প্লে-অফের জন্য সেরা চারে ঢুকতে ভাগ্যের সহায়তা লাগবে গতবারের ফাইনালিস্টদের। বেঙ্গালুরু ও মুম্বাই দুই দলেরই শেষ ম্যাচে হার চাইবে রাজস্থান। সেই সঙ্গে গুজরাটের বিপক্ষে হারতে হবে কোহলিদের।
এএইচ