ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: শেষ ষোলোতে মেসির উত্তরসূরীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৭ মে ২০২৩

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রাখলো মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।

স্তাদিও সান কোয়াল স্টেডিয়ামে আক্রমণাত্মক খেলে শুরুর দিকেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা । ১৪ মিনিটে দলকে লিড এনে দেন স্ট্রাইকার ইগনাসিও মায়েস্ত্রো। 

এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫ মিনিটে লুকা রোমেরোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলে ৫০ মিনিটে আরও একটি গোল পায় আলবিসেলেস্তেরা। আর ৮৬ মিনিটে আর্জেন্টিনার শেষ গোলটি আসে আলেজো ভেলিজের পা থেকে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি