ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১০ জুন ২০২৩

শীর্ষ বাছাই কার্লোস আলকারাজকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলো নোভাক জকোভিচ।

রোলাঁ গারোতে প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেয় জোকোভিচ। পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারাজ। ৫-৭ ব্যবধানে সেটটি জিতেন তিনি। 

তবে তৃতীয় ও চতুর্থ সেটে এসে জকোভিচের অভিজ্ঞতার কাছে টিকতেই পারেনি আলকারাজ। দুটি সেটই হারেন ৬-১ ব্যবধানে। 

এটি হতে যাচ্ছে সার্বিয়ায় তারকা জকোভিচের ৩৪তম গ্রান্ডস্লাম ফাইনাল। পুরুষদের টেনিসে ২২টি করে গ্রান্ডস্লাম জিতেছে ফেডেরার, নাদাল ও জোকোভিচ। 

এবার ৩৬ বছর বয়সী জোকোর সামনে থাকছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি