রোনালদোর রেকর্ড ২০০তম ম্যাচে পর্তুগালের জয়
প্রকাশিত : ১৬:০০, ২১ জুন ২০২৩
প্রথম কোনো ফুটবলার হিসেবে ২’শ তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো বাছায়ের এই ম্যাচে তার একমাত্র গোলেই আইসল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল।
রোনালদোর রেকর্ডের ম্যাচে শুরু থেকেই প্রতিক্ষকে চাপে রাখে পর্তুগিজরা। ৭২ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ১১টি শর্ট নিলেও কাঙ্খিত গোল পাচ্ছিলো না দলটি।
দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় আইসল্যান্ড। এতে আক্রমণের ধার আরও বাড়িয়ে শেষ সময়ে ডেডলক ভাঙেন রোনালদো।
প্রায় ২০ বছরের বর্ণিল ক্যারিয়ারে ২০০তম ম্যাচে এসে ১২৩তম গোল পেলেন পর্তুগিজ সুপারস্টার। এর আগে তার একটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়।
কোচের আস্থার প্রতিদান দিলেন সিআরসেভেন।
ম্যাচ শেষে পতুর্গাল কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘এটা রোনালদোর জন্য দারুন একটি অধ্যায়। এই অনুভূতির কোন তুলনায় হয়না। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ২০০তম ম্যাচের রেকর্ড গড়া কোন ছোট অর্জন নয়।’
রেকর্ড গোলের গর্বিত মালিক ৩৮ বছর বয়সী রোনালদো বলেছেন, ‘আমার জন্য এটি একটি অবিশ্বাস্য অর্জন। এটি সত্যিই অসাধারণ। আর অবশ্যই জয়সূচক গোল করার অনুভূতি আরও বেশি স্পেশাল।’
এই ম্যাচে নামার আগে রোনালদোকে সম্মান জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
এএইচ