ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ইন্টার মায়ামীতে মেসির সঙ্গি বার্সা সতীর্থ বুসকেটস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৪ জুন ২০২৩

লিওনেল মেসির পর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামীতে যোগ দিলেন তারই সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস।

বার্সেলোনার সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বুসকেটসের। তাকে দলে ভেরাতে তুমুল চেষ্টা চালিয়েছে সৌদি ক্লাব আল হিলাল ও আল নাসের। 

এদিকে মেসির পর ৩৪ বছর বয়সী বুসকেটকে প্রস্তাব দেয় আরেরিকান দলটিও। শেষ পর্যন্ত সৌদি পেট্রো ডলারের লোভনীয় প্রস্তাবকে পেছনে ফেলে পুরোনো বন্ধুর টানে মায়ামীতেই আসলেন বুসকেটস। 

বার্সেলোনায় এক দশকেরও বেশি সময় একসাথে খেলেছেন মেসি-বুসকেটস। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি