পিএসজির নতুন কোচ লুইস এনরিক
প্রকাশিত : ১২:৫৩, ৬ জুলাই ২০২৩
ক্রিস্তোফার গালতিয়েকে বরখাস্ত করার পর পিএসজির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস এনরিক।
চুক্তির মেয়াদের এক বছর বাকি থাকতেই গালতিয়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথা জানায় পিএসজি। এর কয়েক ঘন্টা পরই এনরিকেকে দায়িত্ব দেয়ার বিষয়টি বিবৃতি দিয়ে জানায় ফরাসি ক্লাবটি।
পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ এনরিক।
২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর কোচের পদ হারান এনরিকে। এরপর থেকে বেকার ছিলেন অভিজ্ঞ এই কোচ।
স্পেনকে ইউরো ২০২০-এ সেমিফাইনালে ও ২০২১ উয়েফা নেশন্স লিগে ফাইনালে তোলা এই স্প্যানিশ কোচ বার্সেলোনায় তিন মৌসুম দায়িত্ব পালন করেন। সে সময়ে কাতালান ক্লাবটি দু'বার করে লা লিগা ও কোপা দেল রে শিরোপার স্বাদ নেয়।
এএইচ