ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ওয়ারিস্কাকে হারিয়ে শেষ ষোলেতে জোকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৮ জুলাই ২০২৩

উইম্বলডন টেনিসে সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিস্কাকে সারাসরি সেটে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে নোভাক জোকোভিচ।

সেন্টার কোর্টে শুরু থেকেই দাপট দেখায় ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা। ৬-৩ ব্যবধানে জিতে নেন প্রথম সেট। 

শুরুর সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় সেটে ২৩ বারের গ্রান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের কাছে পাত্তাই পায়নি ওয়ারিস্কা। হেরে যান ৬-১ পয়েন্টে। 

তৃতীয় সেটে এসে ম্যাচে ফেরার আভাস দেন ৩৮ বছর বয়সী ওয়ারিস্কা। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে শেষ ষোলো নিশ্চিত করেন নোভাক জোকোভিচ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি