দুই ম্যাচের জন্য বহিষ্কার হচ্ছেন হারমানপ্রীত
প্রকাশিত : ০৯:০০, ২৫ জুলাই ২০২৩
আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য বহিষ্কার হতে যাচ্ছেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।
বাংলাদেশের বিপক্ষে ২২ জুলাইয়ে ম্যাচে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক। প্রথমে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন, আম্পায়রকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঐ ম্যাচের আম্পায়ারিংকে প্যাথেটিক বলেছিলেন তিনি। ফলে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও ৪ ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন তিনি।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। ফলে আগামী সেপ্টেম্বরে চীনে এশিয়ান গেমসের দুটি ম্যাচ খেলতে পারবেন না হারমানপ্রীত।
এদিকে হারমানপ্রীতের এমন আচরণ ভারতের জন্য বদনাম বয়ে এনেছে বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার মদন লাল। তিনি টুইটার পোস্টে বলেন, ‘বাংলাদেশ নারী দলের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ ছিল জঘন্য। সে ভারতীয় ক্রিকেটের বদনাম করেছে। বিসিসিআইর উচিত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’
এএইচ