ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বৃষ্টির কারণে পয়েন্ট হারাল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৫ জুলাই ২০২৩

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ তৃতীয় চক্রে নিজেদের প্রথম সিরিজে বৃষ্টির কারণে পূর্ণ পয়েন্ট পেলো না ভারতীয় ক্রিকেট দল। পোর্ট অব স্পেনে শেষ দিনের বৃষ্টিতে ড্র হলো ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। 

প্রথম টেস্ট ইনিংস ও ১৪১ রানে জিতে ভারত পূর্ণ পয়েন্ট পেলেও ড্র হওয়ায় দ্বিতীয় টেস্টে ভাগ বসিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া।

শেষ টেস্টটি জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান ও ভারতের ৮ উইকেট দরকার ছিল। ভারতের ছুঁড়ে দেয়া ৩৬৫ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৭৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

পঞ্চম ও শেষ দিন টানা বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি দুই দলের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

প্রথম ইনিংসে ৪৩৮ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮১ রান করে ভারত। দুই ইনিংসে যথাক্রমে ২৫৫ ও ২ উইকেটে ৭৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ।  

দুই ম্যাচের এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। সিরিজের ২ ম্যাচে ১টি করে জয়-ড্র’তে শতকরা ৬৬ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের টেবিলে দ্বিতীয়স্থানে আছে ভারত। ১ টেস্টে ১ জয়ে শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। ২ ম্যাচে ১টি করে হার ও ড্র’তে শতকরা ১৬ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ২৭ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৩ আগস্ট থেকে টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি ম্যাচ খেলবে দু’দল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি