ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

লা লিগার প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১৪ আগস্ট ২০২৩

স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে প্রথম থেকে আক্রমণাত্মক খেললেও গোল পায়নি কাতালান দলটি। উল্টো প্রথমার্ধের শেষদিকে এসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা লালকার্ড দেখলে বিপদ বাড়ে বার্সেলোনার। গাস্তন আলভারেসকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন রাফিনহা।

বিরতির পর গেতাফেরও দেখতে হয়েছে লালকার্ড। আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হাইমে মাতা।

বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আঘাত হানলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি বার্সেলোনা। 

উত্তেজনা ছড়ানো ম্যাচে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেজকেও। 

অনেক সুযোগ পেয়েও কোনোটিই কাজে লাগাতে পারেননি ফাতি ও লেভানদোভস্কিরা। এনিয়ে গেতাফের মাঠে টানা চার ম‍্যাচে গোল করতে ব‍্যর্থ হলো তারা।

তিনটি লাল কার্ড ছাড়াও এই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের ৮ বার হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি সিজার সোটো গ্রান্ডো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি