ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মেসির হাত ধরে প্রথম শিরোপার স্বাদ পেলো মায়ামি

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১০:৪৩, ২০ আগস্ট ২০২৩

বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির হাত ধরে প্রথম শিরোপার স্বাদ পেলো মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে হারিয়েছে তারা। একমাত্র ফুটবলার হিসেবে সবমিলিয়ে রেকর্ড ৪৪টি শিরোপা জিতলেন মেসি। 

স্নায়ুক্ষয়ী শ্বাসরুদ্ধকর ম্যাচ সমতার পর টাইব্রেকারে শিরোপা জিতলো লিওনেল মেসির ইন্টার মায়ামি।

ন্যাশভিলের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে মাঠে নামে মেসির দল। শুরুতেই মেসির যাদুকরী শট। টানা সপ্তম ম্যাচে গোল পেলেন লিও। এই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মায়ামি।

দ্বিতীয়ার্ধে গোলটি শোধ করে ন্যাশভিল। বাকি সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও আর গোল পায়নি কোনো দলই। খেলা গড়ায় টাইব্রেকারে।

সেখানে প্রথম পাঁচ শর্টে চারটি করে লক্ষ্যে রাখতে পারে দু’দল। এরপর ১১ নম্বর শর্টে এসে মায়ামি গোলরক্ষক সফল হলেও পারেনি ন্যাশভিলের গোলরক্ষক। আর এতেই ইতিহাসে প্রথম শিরোপা নিশ্চিত হয় ডেভিড বেকহামের দলের।

৭ ম্যাচে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বলের পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফুটবলের যাদুকর লিওনেল মেসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি