ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২২ আগস্ট ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো আর্সেনাল। কষ্টের জয় পেলেও গত মৌসুমের সেই দাপুটে আর্সেনাল এখনও নিজেদের খুঁজে পায়নি। 

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় গানার্সরা। তবে, ঘরের মাঠে ছেড়ে কথা বলেনি ক্রিস্টাল প্যালেসও। 

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আর্সেনাল। ৫৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মার্টিন ওডগার্ড। এর পরপরই ফাউল করে আর্সেনাল দল ১০ জনে পরিণত হলেও ম্যাচে ফিরতে পারেনি ক্রিস্টাল প্যালেস। 

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। এনিয়ে টানা দুই জয় পেল আর্সেনাল।

এই ম্যাচের পর ২ ম্যাচে ২ জয় নিয়ে লিগে ৩য় অবস্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ক্রিস্টাল প্যালেস আছে তালিকার ১১ নম্বরে। আর্সেনালের পরের ম্যাচ ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি