ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কঠিন সমীকরণ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে আফগানরা 

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৯:৫২, ৫ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ জিতে সুপার ফোরের কাছাকাছি লঙ্কানরা। এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় শানাকার দল। আর টিকে থাকতে নিজেদের সর্বোচ্চ দিয়ে বড় ব্যবধানে জয় পেতে মুখিয়ে আফগানরা। 

লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায়। 

এশিয়া কাপকে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার সেরা মঞ্চ হিসেবেই দেখছে এশিয়ান দলগুলো। ইনজুরি সমস্যায় দ্বিতীয় সারির দল নিয়েও প্রথম ম্যাচে চমক দেখিয়েছে শ্রীলঙ্কা। 

বাংলাদেশের বিপক্ষে জয়ে গ্রুপে সবার উপরে লঙ্কানরা। এবার তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। জয়ের ধারা ধরে রেখে গ্রুপসেরা হয়েই সুপার ফোরে যাওয়ার লক্ষ্য তাদের।

ওয়ানডে ফরমেটে আফগানদের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে লঙ্কানরাই। ১০ বারের দেখায় সাতটি জয় তাদের। তবে এশিয়া কাপে চার দেখায় পরিসংখ্যানটা সমানে সমান।

এদিকে টিকে থাকতে আফগানদের শুধু জয় পেলেই হবে না, মেলাতে হবে কঠিন সমীকরণও। প্রথম ম্যাচে হারের চেয়েও আরও বড় ব্যবধানে জিততে হবে লঙ্কানদের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ের ধারায় ফিরতে চায় হাসমতউল্লাহ শাহীদির দল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি