ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

অ্যাথলেটিকোর কাছে হেরে তিনে নেমে গেল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১২:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩

লা লিগায় মৌসুমে প্রথম হারের লজ্জা পেলো রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

ঘরের মাঠে শুরু থেকেই লস ব্লাঙ্কোদের চাপে রাখে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো। আক্রমণাত্মক খেলে ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিকরা। স্যামুয়েল লিনোর বাড়ানো বল জালে জড়ান আলভারো মোরাতা। 

একই ধারায় খেলে ১৮ মিনিটে ব্যবধান বাড়ায় অ্যাথলেটিকো। মৌসুমে দ্বিতীয় গোলের দেখা পান অ্যান্তনিও গ্রিজমান। 

বিরতির আগে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল পায় অ্যাথলেটিকো। জোড়া পূর্ণ করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন আলভারো মোরাতা। 

বাকি সময়ে আর কোনো গোল হয়নি। এ হারে পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি