বিশ্বকাপ মিশনে আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ
প্রকাশিত : ০৯:১৩, ৭ অক্টোবর ২০২৩
টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্ব আসরে এগিয়ে থাকতে জয়েই চোখ রাখছে সাকিব আল হাসানরা। ধর্মশালায় পেসাররা বাড়তি সুবিধা পাবে তাই বাড়তি একজন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে টাইগারদের এক চুলও ছাড় দেবে না রশিদ-মুজিবরা।
ধর্মশালার নয়নাভিরাম সবুজ গালিচায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
খেলাপ্রেমী বাংলাদেশিরা এই মুহূর্তে ক্রিকেট জ্বরে। এবার অপেক্ষা ফুরোনোর পালা। সাকিব-মুশফিকদের প্রতিপক্ষ আফগানিস্তান।
বিশ্বকাপটা ওয়ানডে সংস্করণের, আয়োজকও ভারত। স্বপ্নটাও আকাশছোঁয়া, হবেই বা না কেন বাংলাদেশের ক্রিকেটের যত অর্জন তার সবটাই যে এই ওয়ানডে ফরমেটেই।
আফগানদের বিপক্ষে শেষ ম্যাচের স্মৃতিটাও মধুর বাংলাদেশের। এশিয়া কাপে এই দলকে হারিয়েই সুপার ফোরে খেলেছিল টাইগাররা।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ভালো করেছে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কাকে হারানো পর ইংল্যান্ডের বিপক্ষেও লড়াই করেছিল বাংলাদেশ। রানের দেখা পেয়েছেন ওপেনার লিটন দাস, তানজিম সাকিব-ফর্মের তুঙ্গে আছেন। আফগানদের বিপক্ষে তাই জয়েই চোখ রাখছে বাংলাদেশ।
এদিকে, টাইগারদের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও নিজেদের পিছিয়ে রাখছে না আফগাননরা। বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজ থেকে অনুপ্রেরণা নিচ্ছে তারা। বিশ্বকাপেও টাইগারদের বিপক্ষে জয়ের লক্ষ্য রশিদদের।
আফগানদের বোলিং লাইন বিশ্বমানের। সেই সাথে ব্যাটিংয়েও ধারাবাহিক গুরবাজ-রহমত শাহ। রশিদ-মুজিব-ফারুকিদের রসায়ন মিলিয়ে বিশ্বকাপে চমক দেখাতে প্রস্তুত আফগানিস্তান।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে আফগানিস্তান। এমনকি শেষ দশ লড়াইয়েও এগিয়ে আছে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় ৬টিতে, আফগানদের জয় ৪টিতে।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
এএইচ