নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় নেদারল্যান্ডস
প্রকাশিত : ০৯:৫৫, ৯ অক্টোবর ২০২৩
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে চায় কিউইরা। এদিকে, প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলেও এ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া নেদারল্যান্ডস।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সোমবার দুপুর আড়াইটায়। র রিপোর্ট।
সবশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে খেলেও ট্রফি না জেতার আক্ষেপ ঘোঁচাতে ভারতের মাটিতে পা রেখেছে ব্যাক ক্যাপসরা। প্রথম ম্যাচে নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন ট্রেন্ট বোল্ট-টম লাথামরা।
বিশ্ব আসরে কিউইদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে মাঠের খেলায় প্রতিপক্ষকে ছোট করে দেখছে না বø্যাক ক্যাপসরা। নিজেদের সেরাটা দিয়েই জয়ের ধারায় থাকতে চায় তারা।
ইনজুরি কাটিয়ে শতভাগ ফিট না হওয়ায় প্রথম ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি। তবে এই ম্যাচে ফিরতে পারেন তারা।
এদিকে, বাছাইপর্ব থেকে একের পর এক চমক দেখিয়ে মূলপর্বে এসে পাকিস্তানকে ভয় ধরিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। শুধু অভিজ্ঞতার অভাবে জয় বঞ্চিত হয় দলটি। সেই ভুলগুলো শুধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে মরিয়া ডাচরা।
এএইচ