ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রোহিতের রেকর্ড সেঞ্চুরিতে বড় জয় ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ১২ অক্টোবর ২০২৩

অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারত। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ৮৪ বলে ১৩১ রান করে ম্যাচ সেরা হন রোহিত। এই ইনিংস খেলার পথে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৭টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন রোহিত।

হাশমতুল্লাহ শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাইর জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করেছিল আফগানিস্তান। শাহিদি ৮০ ও ওমারজাই ৬২ রান করেন। জবাবে রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯০ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে ভারত।

নয়াদিল্লিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন আফগানিস্তানের অধিনায়ক শাহিদি। আফগানিস্তানকে ৪০ বলে ৩২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪টি চারে ২২ রান করা ইব্রাহিমকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন বুমরাহ।

দ্বিতীয় উইকেটে ৩৭ যলে ৩১ রান যোগ করে আফগানিস্তানের রানের চাকা সচল রাখেন গুরবাজ ও রহমত শাহ। ৩টি চার ও ১টি ছক্কায় ২১ রান করে  হার্ডিক পান্ডিয়ার শিকার হন গুরবাজ। ৩টি চারে ১৬ রানে আউট হন রহমত।

৬৩ রানে ৩ উইকেট পতনের পর সেঞ্চুরির জুটি গড়েন শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাই। ভারতীয় বোলারদের স্বাচ্ছেন্দ্যে সামলে ৩১তম ওভারে দলের রান দেড়শ’ পার করে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তারা। ওমরজাই ৬২ বলে এবং শাহিদি ৫৮ বলে ১৭তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি করেন।

৩৫তম ওভারে পান্ডিয়ার শিকার হওয়ার আগে ২টি চার ও ৪টি ছক্কায় ৬৯ বলে ৬২ রান করেন ওমারজাই। চতুর্থ উইকেটে ১২৮ বলে ১২১ রান যোগ করেন শাহিদি ও ওমারজাই। বিশ্বকাপের মঞ্চে এই দ্বিতীয়বার সেঞ্চুরির জুটি গড়লো আফগানরা। বিশ্বকাপে যেকোন উইকেটে এটিই দলটির দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি ।

হাফ-সেঞ্চুরির পরও ইনিংস বড় করতে থাকা শাহিদিকে ৪৩তম ওভারে লেগ বিফোর আউট করেন স্পিনার কুলদীপ। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৮ বলে ৮০ রান করেন শাহিদি।

দলীয় ২২৫ রানে শাহিদি ফেরার পর আফগানিস্তান লড়াকু সংগ্রহ এনে দেন লোয়ার অর্ডার ব্যাটাররা। মোহাম্মদ নবির ১৯, রশিদ খানের ১২ বলে ১৬, মুজিব উর রহমানের ১২ বলে অপরাজিত ১০ এবং নাভিন উল হকের ৮ বলে অপরাজিত ৯ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

১০ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফল বোলার বুমরাহ। ৪৩ রানে ২ উইকেট নেন পান্ডিয়া।

২৭৩ রানের টার্গেটে ভারতকে ১১২ বলে ১৫৬ রানের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত ও ইশান কিশান। জুটিতে ৩০ বলে হাফ-সেঞ্চুরি ও ৬৩ বলে ওয়ানডেতে ৩১তম সেঞ্চুরি করেন রোহিত। এতে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৭ সেঞ্চুরির মালিক হন রোহিত। বিশ্বকাপে ভারতের পক্ষে দ্রুততম সেঞ্চুরির নজিরও গড়েন তিনি।

১৯তম ওভারে স্পিনার রশিদের বলে বিদায় নেন ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করা কিশান। এরপর বিরাট কোহলিকে নিয়ে দলের রান ২শ’ পার করেন রোহিত। ২৬তম ওভারে রশিদের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারত দলপতি। তার আগে  ১৬টি চার ও ৫টি ছক্কায় ৮৪ বলে ১৩১ রান করেন রোহিত। 

এই ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়েন রোহিত। ৪৫৩ ম্যাচে ৫৫৬ ছক্কার মালিক এখন রোহিত। ৪৮৩ ম্যাচে ৫৫৩ ছক্কা নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

রোহিত যখন ফিরেন তখন ভারতের জিততে ৬৮ রান দরকার ছিল। তৃতীয় উইকেট শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৫৬ বলে অবিচ্ছিন্ন ৬৮ রান তুলে ভারতের জয় নিশ্চিত করেন কোহলি। ৬টি চারে ৫৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন কোহলি। অপরাজিত ২৫ রান করেন আইয়ার। 

আফগানিস্তানের রশিদ ২ উইকেট নেন।

আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ভারত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি