ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আফগানিস্তানকে ২৮৯ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ১৮ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে ২৮৯ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। 

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে ভাল শুরুর আভাস দিয়েছিল দুই ওপেনার। তবে দলীয় ৩০ রানে ১৮ বলে ২০ রান করে আউট হন ডেভন কনওয়ে। এরপর ক্রিজে আসেন রাচিন রাভিন্দ্রা। তাকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন উইল ইয়োং। 
 
তবে দলীয় ১০৯ রানে ৪১ বলে করেন ৩২ রান করে আউট হন রাচিন রাভিন্দ্রা। তার আউটের পর দ্রুত আরও দুই উইকেট হারায় কিউইরা। ৬৪ বলে ৫৪ রান করে আউট হন উইল ইয়োং। 

এরপর ক্রিজে আসে গ্লেন ফিলিপস। তাকে নিয়ে চাপ সামাল দেন অধিনায়ক টম লাথাম। দুই জন মিলে ১৪৪ রানের জুটি গড়েন। দলীয় ২৫৪ রানে ৮০ বলে ৭১ রানে আউট হন গ্লেন ফিলিপস। তার আউটের পর দ্রুত ফিরে যান অধিনায়ক টম লাথাম। ৭৪ বলে ৬৮ রান করেন লাথাম।

এরপর ক্রিজে মারমুখী ব্যাটিং করতে থাকেন মার্ক চ্যাপম্যান।  চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের হার না মানা এক ইনিংস খেলেন। 

৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। 

আফগানদের পক্ষে নাভিন উল হক  ও আজতুল্লাহ ওমরজাই নেন ২টি করে উইকেট। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি