ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ঘটনাবহুল ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ২২ নভেম্বর ২০২৩

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। মাঠের উত্তেজনার চেয়ে উত্তপ্ত ছিল গ্যালারি। ঘটনাবহুল এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দিয়েছে মেসির দল। আর এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন থাকলো ব্রাজিল।

পুরো ম্যাচে গোল হয়েছে একটিই। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। 

মারাকানায় ম্যাচ শুরুর আগেই স্ট্যান্ডে তুমুল মারামারি। আর্জেন্টিনার সমর্থকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ব্রাজিলের সমর্থকরা। দ্রুতই সেখানে ছুটে যান স্থানীয় পুলিশের সদস্যরা। ঘটনার জের ধরে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পুরো দল নিয়ে চলে যান ড্রেসিংরুমে। 

গ্যালারি ঠান্ডা হলে প্রায় ৩০ মিনিট পর মাঠে গড়াল ম্যাচ। 

তবে প্রথমার্ধে দুই ফুটবল পরাশক্তির লড়াই হলো সাদামাটা। ম্যাচের ১৫ মিনিট না গড়াতেই কড়া ট্যাকল করে কার্ড দেখেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস এবং রাফিনহা। ৩৪ মিনিটে আবার কার্ড দেখেন ব্রাজিলের কার্লোস অগাস্টো।

তবে লাড়াইটা জমে বিরতির পর। ম্যাচের ৬৩ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। নাহুয়েল মলিনার ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডার রয়্যালের পায়ে লেগে বল চলে যায় গোললাইনের বাইরে। এরপরই কর্নার থেকে লিড নেয় সফরকারী দল। 

আর্জেন্টিনাকে এগিয়ে নিলেন নিকোলাস ওতামেন্দি। জিওভানি লো সেলসোর কর্নার থেকে লাফিয়ে হেড করেন নিকোলাস, বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। 

গোল খেয়ে আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। মরিয়া হয়েই ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে তুলে নামানো হয়েছিল জোয়েলিংটনকে। কিন্তু তাতে লাভ হয়নি কিছুই। বরং ম্যাচের ৮১তম মিনিটে রদ্রিগো ডি পলকে মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। 

ঘটনাবহুল ম্যাচে একমাত্র গোলটি আগলে রেখে মারাকানায় আবারও জয়ের উৎসবে মাতে আর্জেন্টিনা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি