ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

অস্ট্রিয়ার কাছেও হার জার্মানির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২২ নভেম্বর ২০২৩ | আপডেট: ১০:২১, ২২ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ফুটবলে টানা দুই ম্যাচে হারলো জার্মানি। তুরস্কের পর এবার অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

নিজ মাঠে শুরু থেকেই জার্মানদের চোখে চোখ রেখে লড়াই করে অস্ট্রিয়া। এতে গোলও পেয়ে যায় দ্রুতই। ২৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন বুরশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার মার্সেল সাবিৎজার। 

প্রথমার্ধের বাকি সময়ে গোলটি আর শোধ দিতে পারেনি জার্মান। 

বিরতির পর লেরয় সানে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপদ ঘনিয়ে আসে জামার্নির। সেই সুযোগ নিয়ে ৭৩ মিনিটে আরও একটি গোল পায় অস্ট্রিয়া। 

১০ জনের দল নিয়ে বাকি সময়ে লড়াই করলেও ম্যাচে ফিরতে পারেনি জার্মানি।

এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন থাকলো জার্মানরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি