পাঁচ মাস পর বেতন পেলেন নারী ক্রিকেটাররা
প্রকাশিত : ১৪:৫৭, ২৮ নভেম্বর ২০২৩
বেতন পেলেন দেশের নারী ক্রিকেটাররা। বিগত ৫ মাস ধরে বেতন পাননি তারা। বিষয়টি বেশ সমালোচিত হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর তাদের বেতন পৌঁছে দিয়েছে বিসিবি।
সিলেটে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের প্রথমদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল বেতনের পাশাপাশি ক্রিকেটারদের বোনাসের কথাও নিশ্চিত করেন।
বিসিবির এই পরিচালক বলেন, ‘আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম। সে জায়গায় একটু সংযোজনের বিষয় ছিল। সেই কারণে আসলে দেরি হয়ে গিয়েছিল। আমরা যখনই বিষয়টা জানতে পারি, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।’
ঘরের মাঠে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের সঙ্গে দুই ফরম্যাটেই সিরিজ জেতার পর বোনাসের বিষয়টি বলেছিল বিসিবি।
এএইচ