৩১৭ রানে অলআউট নিউজিল্যান্ড
প্রকাশিত : ১১:২৯, ৩০ নভেম্বর ২০২৩
অবশেষে ৩১৭ রানে শেষ হলো নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। যদিও লিডের আসায় দিন শুরু করে টাইগাররা। কিন্তু সাউদি ও জেমিসনের ব্যাটে লিড পেল নিউজিল্যান্ড। তবে সে লিড বড় করতে দেননি বাংলাদেশের পার্ট টাইম বোলার মুমিনুল হক। এক ওভারেই জেমিসন ও সাউদিকে বিদায় করেন তিনি।
সিলেটে ২৬৬ রানে ৮ উইকেট নিয়ে ৩য় দিনের খেলা শুরু করে কিউইরা। কাইল জেমিসন আর টিম সাউদি দুজনে মিলে গড়েন ৫২ রানের জুটি।
এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন মুমিনুল হক। তাইজুল-মিরাজ-শরিফুলরা উইকেট না পাওয়ায় টাইগার অধিনায়ক বোলিংয়ে আনেন মুমিনুল হককে। আর তাতেই সাফল্য পায় বাংলাদেশ। পানি পানের বিরতির পর প্রথম বলেই প্রথমে জেমিসনকে এলবিডব্লিউ করেন। এরপর সেই ওভারেই কিউই অধিনায়ক সাউদিকে বোল্ড করেন বাংলাদেশের এই পার্ট টাইমার।
সাউদি ৩৫ ও জেমিসন আউট হন ২৩ রানে। ৩১৭ রানে অলআউট নিউজিল্যান্ড, মাত্র ৭ রানের লিড পেল কিউইরা।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। ১০৯ রান খরচে তিনি পেয়েছেন ৪ উইকেট। মুমিনুল পেয়েছেন ৩ উইকেট এবং একটি করে উইকেট পেয়েছেন শরিফুল, মিরাজ ও নাঈম।
প্রথম ইনিংস ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ।
এএইচ