ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মুজিব-ফারুকি-নাভিন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

তারকা ক্রিকেটার মজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হককে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চাওয়ায় ফ্রাঞ্চাইজি লিগে নিষেধাজ্ঞা পেলেন এই তিন খেলোয়াড়। 

বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কেন্দ্রিয় চুক্তিতে রাখা হলেও তারা রাজি হননি। দেশের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন তারা। তাই আগামী দুই বছর দেশের বাইরে কোনো ফ্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার অনুমতি পাচ্ছেন না মুজিব-ফারুকি ও নাভিন। 

এই তিন আফগান ক্রিকেটারের আইপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে অফ-স্পিনার মুজিব আগামী আইপিএলে খেলার কথা কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। নাভিন আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে এবং ফারুকিকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি