ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

স্মরণীয় সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিততে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে প্রথমবারের মতো জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। দলের সঙ্গে আসেননি বিদেশি কোচরা। নিজ নিজ দেশে ছুটিতে গেছেন তারা। 

সোমবার (১ জানুয়ারি) রাতে অবতারণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

বিশ্বকাপের পর পরই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি অ্যাওয়ে সিরিজ খেলতে দেশ ছেড়েছিল টিম টাইগার্স। স্মরণীয় সিরিজগুলো শেষে দেশে ফিরেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে হলো দুটি ইতিহাস। ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে ঠিক। তবে, তৃতীয় ও শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ানডে ফরমেটে প্রথমবারের মতো তুলে নেয় জয়।

নেপিয়ারে ওয়ানডে জয়ের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ঐতিহাসিক জয় পায় টাইগাররা। সুযোগ ছিল নতুন ইতিহাস গড়ার। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ম্যাচে লড়াই করেও হেরে যায় শান্তর দল। সমতা নিয়েই সিরিজটি শেষ করেছে তারা।

সব মিলিয়ে দারুণ সফর টিম বাংলাদেশের। বিরুপ অবস্থায় এর আগে কখনোই যে এত বড় সাফল্য পায়নি বাংলাদেশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি