ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফিফার বর্ষসেরা একাদশের মনোনয়নে মেসি-রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ৪ জানুয়ারি ২০২৪

বর্ষসেরা একাদশের মনোনয়ন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সুযোগ পেয়েছেন মেসি ও রোনালদো।

আগামী ১৫ জানিুয়ারি লন্ডনে ঘোষণা হবে সেরা একাদশ। 

ইউরোপিয়ান ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিলেও খেলার ধার কমেনি মেসি-রোনালদোর। লিগ সকারে নাম লিখিয়েই ইন্টার মায়ামিকে প্রথম শিরোপার স্বাদ দিয়েছেন লিও। অন্যদিকে সৌদির আল নাসরে গোলের বন্য বইয়ে দিয়েছেন রোনালদো। 

ইউরোপ ছেড়ে গেলেও ফিফার বর্ষসেরা একাদশে মনোনয়ন পেয়েছেন দ’জনই। 

ফরোয়র্ডদের মধ্যে মেসি-রোনালদোর সাথে মনোনয়ন পেয়েছেন আর্লিং হ্যালন্ড, কিলিয়ান এমবাপ্পেরা। বিশ্বসেরা একাদশে গোলকিপার বিভাগে মনোনয়ন পেয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, ব্রাজিলের এডারসন ও বেলজিয়ামের থিবো কোর্তোয়া।

প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ জনের। যেখানে রয়েছে তিন গোলকিপার। আছে ৬ ডিফেন্ডারের সাথে ৭ মিডফিল্ডার ও ৭ উইংগার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি