ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শুক্রবার শুরু হচ্ছে বিপিএলের দশম আসর

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১২:১৬, ১৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

১৯ জানুয়ারি শুরু হচ্ছে ঘড়োয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশে প্রিমিয়ার লিগের পুরোনো খ্যাতি ফেরাতে এবার আঁটঘাট বেধেই মাঠে নামছে দলগুলো। দশম আসরে প্রতিটা দলেই দেশীয়দের সাথে রয়েছে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো বড় বড় তারকারা। 

তবে সব দলেরই ডাগ আউটে দেশিদের উপরই আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়নও তারাই। এবারো শক্তিশালী দল নিয়েই মাঠে নামার অপেক্ষায় কুমিল্লা।

ইমরুল কায়েস, লিটন দাস, মুস্তাফিজের সাথে মাঠ মাতাতে আসছেন মোহাম্মদ রিজওয়ান, সুনিল নারাইন, রশিদ খান, নাসিম শাহ ও আন্দ্রে রাসেলরা। দলটির ডাগ আউটের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন সালাহউদ্দিন। কুমিল্লার চারটি শিরোপাই এসেছে তার হাত ধরে।

দ্বিতীয় সর্বোচ্চ তিনটি শিরোপা জেতা দল ঢাকা। তবে সবশেষ তিন আসরে সেমিফাইনালে আসতে পারেনি দলটি। এবার ছন্দে ফিরতে শক্ত দল গড়েছে তারা। তাসকিন আহম্মেদ, শরিফুল ইসলাম, সাইফ হাসান, সামারাবিক্রমা, চাতুরাঙ্গা ডি সিলভাদের কোচিংয়ের দায়িত্বে আছেন খালেদ মাহামুদ সুজন।

সাকিব আল হাসান, নরুল হাসান সোহান, শেখ মাহেদি, শামীম পাটোয়ারী, বাবর আজম, ব্রান্ডন কিং, পাথিরানা, হাসারাঙ্গা, ওমরজাইদের নিয়ে এবার চ্যাম্পিয়ন হতে চায় রংপুর রাইডার্স। সোহেল ইসলামের দায়িত্বে সবার আগে থেকে অনুশীলনও শুরু করেছে দলটি।

এদিকে, তামিম ইকবালের নেতৃত্বে মাহামুদল উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, শোয়েব মালিক, পল স্টারলিংদের নিয়ে দারুন দল গড়েছে ফরচুন বরিশাল। তাদের ডাগ আউটের দায়িত্ব সালাবেন মিজানুল রহমান বাবুল।

খুলনা টাইগার্স এবার প্রধান কোচের দায়িত্ব দিয়েছে জাতীয় দলের সাবেক কোচ তালহা জুবায়েরকে। এনামুল বিজয়, আফিফ হোসেন, রুবেল হোসেন, এভিন লুইস, শাই হোপ, কাসুন রাজিথা, দাসুল শানাকাদের নিয়ে শিরোপাতেই চোখ খুলনা টাইগার্সের।

এছাড়া, তুষার ইমরানের অধিনে চট্টগ্রাম দলে রয়েছে তানজিদ তামিম, আল-আমিন হোসেন, মোহাম্মদ হাসনাইন, কার্টিস কাম্পার, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হারিসের মতো তারকারা।

গত আসরে তীরে এসে তরী ডুবলেও এবার সে ভুল করতে চায় না সিলেট স্ট্রাইকার্স। তাদের দলটাও হয়েছে বেশ ভারসাম্যপূর্ণ। প্রথম ম্যাচ থেকে মাশরাফির খেলা নিয়ে শঙ্কা থাকলেও নাজমুল হোসেন শান্ত, তানজীদ হাসান শাকিব, নাইম হাসান, ইয়াসির আলী, বেন কাটিংদের নিয়ে শিরোপা জিততে মুখিয়ে আছে প্রধান কোচের দায়িত্বে থাকা রাজিন সালেহ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি