ভারতকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় যুবারা
প্রকাশিত : ০৯:১৮, ২০ জানুয়ারি ২০২৪
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় সদ্য শেষ হওয়া এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটি।
ব্লুমফন্টেইনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এবার দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ যুব দল। বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে শিবলি-আরিফুলরা। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালি অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে দারুণ জয়।
প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতের বিপক্ষেও সবশেষ ম্যাচে জয়ের রেকর্ড আছে জুনিয়র টাইগারদের। ২০২০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে দেশের হয়ে প্রথম বড় কোন ট্রফি জয়ের স্বাদ নেয় যুবারা। আবারও যুব বিশ্বকাপের স্বাদ নিতে প্রথম ম্যাচ থেকেই জয়ের পথে থাকতে চায় বাংলাদেশ।
এদিকে, এশিয়া কাপে হারের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ শুরুর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ভারত।
বাংলাদেশ দল
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।
এএইচ