বার্সাকে বিদায় দিয়ে সেমিতে বিলবাও
প্রকাশিত : ১০:২০, ২৫ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১০:২১, ২৫ জানুয়ারি ২০২৪
রিয়ালের পর এবার বার্সেলোনকেও বিদায় করলো অ্যাথলেটিকো বিলবাও। কাতলান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠলো এরনেস্তো ভালভেরদের দল।
সান মামেসে কিছু বুঝে উঠার আগেই গোল খেয়ে বসে বার্সেলোনা। ম্যাচের ৩৮ সেকেন্ডে অ্যাথলেটিকো বিলবাওকে লিড এনে দেন গোর্কা গুরুজেটা।
তবে সময় বাড়ার সাথে সাথে ঘুরে দাঁড়ায় বার্সা। ২৬ মিনিটে লেভানদোভস্কির গোলে সমতায় ফেরার ৬ মিনিট পর লামিন ইয়ামালের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালান ক্লবটি।
বিরতির পর ৪৯ মিনিটে ম্যাচে ফেরে বিলবাও। নিকো উইলিয়ামসের ক্রসে দূরের পোস্টে অরক্ষিত সানসেট হেডে সমতায় ফেরান বিলবাওকে। নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানকার ৩০ মিনিটে দুইবার লক্ষ্যভেদ করে শেষ চার নিশ্চিত করে অ্যাথলেটিকো বিলবাও।
শুরুর অর্ধের শেষদিকে আবারও এগিয়ে যায় বিলবাও। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে শট নেন ইনাকি উইলিয়ামস। প্রথমবার বল ফিরে এলে ফিরতি শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।
এরপর ম্যাচে ফেরার একাধিক চেষ্টা করেও পারেনি বার্সা। উল্টো যোগ করা সময়ে নিকো উইলিয়ামসের গোলে জয় নিশ্চিত করে বিলবাও।
সেমিতে ওঠার আনন্দে উল্লাসে ফেটে পড়ে গোটা সান মামেস।
এএইচ