শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়তে নামছে শান্তবাহিনী
প্রকাশিত : ০৯:১২, ৯ মার্চ ২০২৪
টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে চায় শান্ত বাহিনী। এদিকে, এ ম্যাচে লঙ্কান দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ শনিবার দুপুর সাড়ে ৩টায়।
টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই ২০২৪ সালের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয়েছে টিম বাংলাদেশের। সিলেটে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ। আসরে ১-১ এ সমতায় দুই দল। তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে ইতিহাস গড়তে মরিয়া টাইগাররা।
মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি, দুজনই সিরিজের প্রথম ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে অর্ধশতক করে শ্রীলঙ্কার ২০৬ রান তাড়া করেন। শেষ পর্যন্ত ম্যাচটা ৩ রানে হারলেও মিডল অর্ডারে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিরিজের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমটাই ব্যক্ত করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বছরটা টি-টোয়েন্টি বিশ্বকাপের হওয়ায় হাথুরুসিংহেকে শুধু শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ভাবতে হচ্ছে না। তাকে তাকাতে হচ্ছে আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপ নিয়েও। শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু হলো তাঁর বিশ্বকাপের দল গঠনের মিশন।
দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় শান্ত-লিটনরা।
এই প্রথম তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। অতীতে দুই দলের মুখোমুখি হওয়া তিনটি দ্বিপাক্ষিক সিরিজের সবগুলোতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। ২০১৩ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় দুই দল। ঘরের মাঠে এক ম্যাচ সিরিজের ১৭ রানে জিতেছিল শ্রীলঙ্কা।
২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ। দুটি ম্যাচ যথাক্রমে- ২ রান এবং ৩ উইকেটে জিতে নেয় লঙ্কানরা।
২০১৮ সালে আবারও ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে আথিয়তা দেয় বাংলাদেশ। ৬ উইকেট এবং ৭৫ রানে সিরিজের ঐ দুই ম্যাচেই হেরে যায় টাইগাররা।
এবার জয় দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করায় চাপে পড়ে যায় বাংলাাদেশ। কারণ ২০২২ সাল থেকে কোন টি-টোয়েন্টি সিরিজ হারেনি টাইগাররা। অবশ্য দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এতে তৃতীয়টি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নেয়।
সব মিলিয়ে এই ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ ম্যাচ খেলে ৫টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।
একাদশে পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে তারা। এজন্য শেষ ম্যাচেও একই স্কোয়াড ধরে রাখার সম্ভাবনা রয়েছে।
এদিকে, প্রথম ম্যাচ জয়ের ধারাবাহিকতায় তৃতীয় ম্যাচও জিততে চায় শ্রীলঙ্কা। এ ম্যাচে লঙ্কান দলে ফিরছেন তাদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকির আলি অনিক।
শ্রীলঙ্কা দল
হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাতিরানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে।
এএইচ