ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সাফের ফাইনালে আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১০ মার্চ ২০২৪

সাফ অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। গ্রুপ পর্বে এই ভারতকেই ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখতে চাইছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। 

নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ আজ রোববার সময় দুপুর ৩টায়। 

যদিও ফাইনালে আগ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে ভারত। তাদের ১৮টি গোলের বিপরীতে বাংলাদেশ করেছে ১১টি। 
তবে, অপরাজিত হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। 

ফাইনাল ম্যাচ নিয়ে উজ্জীবিত সাইফুল বারী টিটুর দল। সবশেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এমন জয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি