ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১৬ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন ওপেনার লিটন দাস, স্কোয়াডে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক।

শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করে বিসিবি। এর আগে গত মাসে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছিল বিসিবি।

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দু’টিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস। বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়লেন লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়ার। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা।

তাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দিন দুয়েক আগে স্কোয়াড ঘোষণা করেছে গাজী আশরাফ হোসেন লিপুর নতুন নির্বাচক প্যানেল। যেখানে প্রথম দুই ওয়ানডেতেই বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন লিটন। 

অবশ্য শুধু ওয়ানডেতেই নয়, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ ছিলেন ওপেনার লিটন।
 
লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন তিনি। তিন টি-টোয়েন্টির দুটিতে সুযোগ পেয়ে একটিতে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন জাকের। 
 
লিটনের বদলে সুযোগ পেলেও জাকের মূলত খেলেন মিডল অর্ডার পজিশনে। 
 
বাংলাদেশ দলের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি