ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সুয়ারেজের জোড়া গোলে মায়ামির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১৭ মার্চ ২০২৪

মেসিবিহীন ম্যাচেও ইন্টার মায়ামিকে হারাতে পারেনি ডি.সি ইউনাইটেড। লিগ সকারে লুইস সুয়ারেজের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে শীর্ষে উঠলো ডেভিড বেকহামের দল।

চোটে পড়ে আগেই ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। লিও দলটিতে নাম লেখানোর পর তাকে ছাড়া প্রথম কোনো ম্যাচ জিতলো ইন্টার মায়ামি। 

শুরুতে অবশ্য পিছিয়ে পরে ইন্টার মায়ামি। তবে ২৪ মিনিটে গোলটি শোধ করে দেয় মায়ামি। 

বিরতির পর টাটা মার্টিনোর শিষ্যদের কাছে পাত্তা পায়নি ডি.সি ইউনাইটেড। ম্যাচের ৭২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন লুইস সুয়ারেজ। আর ৮৫ মিনিটে জোড়া পূর্ণ করে দলকে বড় জয় এনে দেন এই উরুগুয়ে তারকা। 

লিগ সকারে ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি