ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তাসকিনের জোড়ার পর মুস্তাফিজের আঘাত, চাপে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ১১:৩১, ১৮ মার্চ ২০২৪

সিরিজ নির্ধারণী ম্যাচে প্রত্যাশা অনুযায়ী শুরুটা পেল বাংলাদেশ। তাসকিনের জোড়া আঘাতের পর উইকেট পেয়েছেন মুস্তাফিজ। তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা।

দলীয় ১৫ রানের ২ লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কাকে ফিরিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। দ্রুত ২ ওপেনারকে হারিয়ে ফেলার পর দায়িত্ব নিয়ে ব্যাট করার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তাদেরকে সেই কাজটি করতে দিলেন না এক ম্যাচ পর দলে ফেরা পেসার মুস্তাফিজুর রহমান। 

বাঁহাতি পেসারের গুড লেন্থের বল ঠেকাতে গিয়ে ব্যাটের ভেতরের সাইডে কানায় লাগান সামারাবিক্রমা। বলটি সহজেই হাতে জমা করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১৫ বলে ১৪ রান করেন ফেরত যান লঙ্কান টপঅর্ডার।

আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

টস জিতে ব্যাট করতে নেমে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বাংলাদেশের সেনসেশনাল পেসার তাসকিন। প্রথম দুই ডেলিভারিতে দারুণ আউটসুইংয়ে পরাস্ত করে তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮ বলে ১ রান করা গত ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কাকে ফেরত পাঠান তাসকিন।

এক ওভার বিরতি দিয়ে আবার উইকেটের দেখা পায় বাংলাদেশ। এবারও তাসকিনের দারুণ বোলিং। বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েছেন আভিস্কা ফার্নান্দো। ক্যাচ জমা পড়েছে মুশফিকুর রহিমের হাতে। ব্যক্তিগত ৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন আভিস্কা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৫ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৬৫ রান। মেন্ডিস ২৮ ও আসালঙ্কা ১৪ রানে অপরাজিত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি