ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেসিহীন ম্যাচে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৩ গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৭ মার্চ ২০২৪

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকাকে ৩ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না তারকা লিওনেল মেসি। 

বাংলাদেশ সময় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার ফিল্ড দ্য মেমোরিয়াল কলোসিয়ামে ফিফা প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল জিতেছে ৩-১ গোলে।

খেলার প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে আক্রমণে ছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু খেলার বিপরীত ধারায় গিয়ে ম্যাচের ৩৪ মিনিটে ভাঙা রক্ষণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো তারা। চার মিনিটের ব্যবধানে আনহেল ডি মারিয়া আর আলেক্সিস ম্যাক আলিস্টারের দুই গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ দিকে গোল পায় বদলি নামা লাউতারো মার্টিনেজ।

ম্যাচের ৫২ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ গোলে দলকে সমতায় ফেরান ডি মারিয়া। এর ৪ মিনিট পর হেডে গোল করেন অ্যালিস্টার। এই গোলের পর প্রভাব বিস্তার আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায় ৭৭ মিনিটে লাউতারোর গোলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি