ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ডি মারিয়াকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ২৮ মার্চ ২০২৪

আর্জেন্টাইন তারকা ডি-মারিয়ার পরিবারের সদস্যকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

৩৬ বছর বয়সী এই ফুটবলার বর্তামানে খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। তিনি জানিয়েছিলেন, শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চান। সেই ঘোষণার পরই তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। 

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন, এই হুমকি দেওয়ার মূল হোতাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশের বিশেষ ইউনিট। পাবলো আকোত্তা নামে সেই ব্যক্তি হুমকির বিষয়টি শিকারও করেছেন। 

গত সোমবার রাতে অপরাধীরা ডি-মারিয়ার বাড়ির সামনে হুমকিবার্তা রেখে যান।

গাড়ি থেকে ছুড়ে ফেলা সেই কাগজে দি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নরও এই ফুটবলারের পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি