ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সহযোগিতা পেলে সেরা অধিনায়ক হবে শান্ত: সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ২৮ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

দ্বিতীয় টেস্টে ফিরতে পেরে খুশি সাকিব আল হাসান। সাদা পোশাকে নিজেদের দুর্বলতা স্বীকার করলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জেতা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। 

সাকিব আরও বলেন, দলের সদস্যদের সহযোগিতা পেলে সেরা অধিনায়ক হবেন নাজমুল শান্ত। 

আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সাকিব।

সাকিব বলেন, আশা তো সব সময় করি জিতবো। টেস্ট ক্রিকেটে সব সময় আমরা সংগ্রাম করেছি। তবে আমি বিশ্বাস করি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।

এই অলরাউন্ডার বলেন, দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি