সালাহ’র গোলে শীর্ষে লিভারপুল
প্রকাশিত : ১১:০৩, ১ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:৩০, ১ এপ্রিল ২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির অপর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
এই জয়ে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো লিভারপুল। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ম্যান সিটি।
আনফিল্ডে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ওয়েলব্যাকের গোলে এগিয়ে যায় ব্রাইটন। পিছিয়ে পরে মরিয়া হয়ে আক্রমণ চালায় লিভারপুল।
২৭ মিনিটে দিয়াজের গোলে ১-১ এ সমতায় ফেরে লিভারপুল। এরপর ৬৫ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
এএইচ