৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
প্রকাশিত : ১২:৩৯, ১ এপ্রিল ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ৪১৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান। জাকির হাসান ২৮ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম শূন্য রানে অপরাজিত ছিলেন।
আজ সোমবার তৃতীয় দিনের শুরু থেকে শ্রীলঙ্কা বোলারদের দারুনভাবে সামলে দলের রান ১শ’র দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জাকির-তাইজুল। কিন্তু দলীয় ৯৬ রানে জাকিরের আউটের পর দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ১০৫ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
এসময় জাকির ৮টি চারে ৫৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ ও তাইজুল ২২ রানে আউট হন। অর্থাৎ ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংণলাদেশ।
চতুর্থ উইকেটে ১০ রানের অবিচ্ছিন্ন জুটি বেঁধে প্রথম সেশন শেষ করেছেন মোমিনুল হক ও সাকিব আল হাসান। মোমিনুল ২ ও সাকিব ৬ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ২টি, লাহিরু কুমারা-প্রবাথ জয়সুরিয়া ১টি করে উইকেট নেন।
এএইচ