ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুস্তাফিজবিহীন ম্যাচে চেন্নাইর হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৬ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

আইপিএলে মুস্তাফিজবিহীন ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। 

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কামিন্সের দল। 

বল হাতে ভুবেনশ্বর-শাহবাজরা রীতিমতো ভুগিয়েছেন চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। হাত খুলে খেলতে পারেননি উপরের দিকের ব্যাটসম্যানরা। 

তবে শিভম দুবের ২৪ বলে ৪৫ আর রবীন্দ্র জাদেজার ২৩ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ১৬৫ রান তোলে চেন্নাই। 

জবাব দিতে নেমেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ১২ বলে তুলে নেন ৩৭ রান। এছাড়া ট্রাভিস হেডের ৩১ ও মার্করামের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় হায়দরাবাদ।

যদিও এ ম্যাচে চেন্নাইর একাদশে ছিলেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে মঙ্গলবার রাতে চেন্নাই থেকে ঢাকায় ফেরেন ফিজ। ফলে চেন্নাইয়ের হয়ে এ ম্যাচ খেলা হয়নি মুস্তাফিজের।

ভিসার কাজ সম্পন্ন না হওয়ায় এখনও মুস্তাফিজ বাংলাদেশেই অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, রোববার সন্ধ্যায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুস্তাফিজ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি