ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৭ এপ্রিল ২০২৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিলো বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে শেষ চারে উঠেছে ফরাসি ক্লাবটি। যদিও ২০১৯ সালের পর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিল বার্সেলোনা।

প্রথম লেগে ৩-২ এগিয়ে থাকায় আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে খেলতে নামে বার্সেলোনা। শুরুতে গোল পায় কাতালানরাই। ম্যাচের ১২ মিনিটের সময় আগের ম্যাচে জোড়া গোল করা রাফিনিয়া স্কোরশিটে নাম লেখান।

৪০ মিনিটে সমতায় ফেরে পিএসজি। সদ্যই বার্সা থেকে পিএসজি যাওয়া উসমান ডেম্বেলের গোলে সমতায় ফেরে ফরাসি ক্লাবটি। 

দ্বিতীয়ার্ধে সব হিসাব উলটপালট করে দেয় পিএসজি। ৫৪ মিনিটে ফরাসিদের এগিয়ে দেন ভিতিনহা। এরপর জোড়া গোল করে বার্সেলোনার বিদায় ঘন্টা বাজিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। 

ফলে ৪-১ গোল ব্যবধানে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এমবাপেরা। 

এদিকে, দ্বিতীয় লেগে ডর্টমুন্ডের মাঠে এসে পাত্তা পেলো না অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে হেরে বিদায় নিলো স্প্যানিশ ক্লাবটি। সেমিফাইনালে গেল বোরশিয়া ডর্টমুন্ড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি