ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শীর্ষে মুস্তাফিজ, জয়ে ফিরলো চেন্নাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২৯ এপ্রিল ২০২৪

আইপিএলে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। নিজ মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দল। এদিকে উইকেট দখলে শীর্ষে রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ।

টস হেরে এদিন আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে চেন্নাই। ওপেনার আজিঙ্কে রাহানে ৯ রানে আউট হন। দ্বিতীয় উইকেট আসে ১০৭ রান। ড্যারি মিচেল করেন ৫২। মাত্র ২ রানের জন্য টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস হয় ঋতুরাজ জায়কোয়াডের। 

৩৯ রানে অপরাজিত থাকেন শিভাম দুবে। 

জবাবে জাদেজা-দেশপান্ডেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি কেউই। উইকেটে সেট হতে পারেননি ট্রাভিস হেড-অভিষেক শর্মা- ক্লাসেনদের কেউই। অল-আউট হয়েছে ১৩৪ রানে।

হায়দরাবাদের শেষের দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফিজ।

চেন্নাইয়ের হয়ে চার উইকেট শিকার করেছেন তুষার দেশপান্ডে। এ ছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ ও পাথিরানা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি