ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাসকিনকে নিয়ে ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ১৪ মে ২০২৪

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছেন বিসিবি। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে দলে আছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা পেসার তাসকিন আহমেদ। তাকে দলের সহঅধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।  

মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

বিশ্বকাপ দলে তাসকিন আহমেদকে রাখা হলেও জায়গা হয়নি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের।

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাকিব আল হাসান এবং ওপেনিংয়ে তরুণ তানজিদ হাসান তামিমের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট।

পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরীফুল ইসলাম ও তরুণ তানজিম হাসান সাকিব। আর স্পিনারদের মধ্যে দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম।  

বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক) লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। 

স্ট্যান্ড বাই: আফিফ হোসেন, হাসান মাহমুদ। 

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি