রাজস্থানকে হারিয়ে ফাইনালে কেকেআরের সঙ্গী হায়দরাবাদ
প্রকাশিত : ১০:২৪, ২৫ মে ২০২৪
চূড়ান্ত হলো আইপিএলে ফাইনালের দুই দল। রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে রোববারের ফাইনালে কোলকাতা নাইট রাইডার্সের সঙ্গী হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে হেনরিখ ক্লাসেনের হাফ-সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে হায়দরাবাদ। টার্গেট তাড়ায় ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৩৯ রানে থামে রাজস্থানের ইনিংস।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হন অভিষেক শর্মা। হেড ৩৪ আর রাহুল ত্রিপাটি করেন ৩৭ রান। শেষদিকে এসে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ক্লাসেন। ৩৪ বলে ৫০ রান করেন এই প্রোটিয়া ব্যাটার।
এছাড়া শাহবাজ আহমেদের ওয়ানডে মেজাজের ১৮ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। ফলে ১৭৫ রানেই থামে হায়দরাবাদ।
রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন বোল্ট ও আভেশ খান।
জবাব দিতে নেমে জয়সোয়াল আর ধ্রুব জুরেল ছাড়া উইকেটে টিকতে পারেনি রাজস্থানের কোনো ব্যাটার। জয়সোয়াল ৪২ আর শেষে জুরেল ৫৬ রানে অপরাজিত থাকলেও ৩৬ রানের বড় ব্যবধানে হেরেছে রয়েলসরা।
বাকি ব্যাটারেরা কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। সেখানে জুরেল ৩৫ বলে ৫৬ রান করেন। অপরাজিত থাকেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি।
শাহাবাজ আহম্মেদ নিয়েছেন ৩ উইকেট। এছাড়া যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ এবং রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নেন শাহবাজ।
আগামীকাল রোববার (২৬ মে) শিরোপার লড়াইয়ে কোলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ।
এএইচ