ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ক্লাসেনকে থামালেন তাসকিন  ও ভয়ংকর মিলারকে ফেরালেন রিশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ১০ জুন ২০২৪

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে দুর্দান্ত জুটি গড়ে তুলেছিলেন হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার। অবশেষে সেই জুটি ভাঙলেন তাসকিন। ১৮তম ওভারে ক্লাসেনকে বোল্ড করেছেন বাংলাদেশ স্পিডস্টার। ৩ ছক্কা এবং ২ চারে ৪৪ বলে ৪৬ রান করেছেন ক্লাসেন।  

এই ইনিংসের এটি তাসকিনের দ্বিতীয় শিকার।  এর আগে অ্যাইডেন মার্করামকেও বোল্ড করেন তিনি। 

নিজের প্রথম তিন ওভারে ২৮ রান দিয়ে কিছুটা চাপে ছিলেন রিশাদ হোসেন। তবে ১৯ তম ওভারে তাকে আক্রমণে আনেন অধিনায়ক শান্ত। বোলিং কোটা শেষ করতে এসে ভয়ংকর মিলারকে ফেরালেন এই লেগ স্পিনার। ৩৮ বলে ১টি করে চার এবং ছক্কায় ২৮ রান করেন মিলার। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি